রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র হয়েছে কি না— তা তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি জানান, বসুন্ধরার কেবি কনভেনশন হল সংক্রান্ত ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এখনো পলাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ডিসি আরও বলেন, গেলো ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে চলমান বিভিন্ন সভা-সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সিটিটিসি এবং সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।