খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম আলামিন শিকদার (৩৩)। তিনি ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝিনাইদহের বাসিন্দা আসাদুল ইসলাম আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আলামিনের বাড়িতে ঢুকে পড়েন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে আসাদুল সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত আসাদুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন প্রথম আলোকে বলেন, আলামিন ও তাঁর স্ত্রী দুজনেই দিঘলিয়া উপজেলারই বাসিন্দা। আসাদুল, যিনি ওই নারীর প্রাক্তন স্বামী, ঝিনাইদহের বাসিন্দা। আলামিনের সঙ্গে ওই নারীর সম্পর্ক নিয়ে আগে থেকেই আসাদুলের সন্দেহ ছিল। এ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে আসাদুলকে তালাক দিয়ে ওই নারী আলামিনকে বিয়ে করেন। এতে আসাদুলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।