কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের গভীর পাহাড় থেকে উজি সাবমেশিনগান, দুটি একনলা বন্দুক, চারটি গ্রেনেড এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব ও বিজিবির একটি যৌথ দল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চারজন ডাকাত পাহাড়ে ঘাঁটি গেড়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র্যাবের দুটি বিশেষ টহল দল যৌথ অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, জব্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই দিনে কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। ধৃত চালকের নাম মো. নুরুল আবছার (৩১)। তিনি উখিয়ার বালুখালী এলাকার সৈয়দ নূরের ছেলে।
বিজিবি সূত্র জানায়, ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে লাল কাপড়ে মোড়ানো একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নুরুল আবছার অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং জানান, এটি বিক্রির উদ্দেশ্যে উখিয়ায় নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, জব্দ করা অস্ত্র ও ইজিবাইকটি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের খবর/এ. আই. এ.