মেঘনা নদীর প্রবল জোয়ারে সৃষ্ট পানির তোড়ে সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে এ ধসের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিয়া ও রামগতি উপজেলার মাঝামাঝি তেগাছিয়া বাজার এলাকার খালের ওপর নির্মিত সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের একাংশের মাটি সরে গিয়ে ধসে পড়ে। এতে উভয় উপজেলার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীরাও যাতায়াতে সমস্যায় পড়েছেন।
এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে রামগতি ও হাতিয়ার মানুষ তেগাছিয়া বাজারে যাতায়াত করেন। বাজারের বড় একটি অংশ হাতিয়ায় এবং অন্য অংশ রামগতি উপজেলায় অবস্থিত। এছাড়া টাংকির বাজারের ঘাট থেকে ইলিশসহ বিভিন্ন মাছ লক্ষ্মীপুর হয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এই সড়ক দিয়েই। ফলে মাছ ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রামগতি উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, ‘‘তেগাছিয়া বাজার এলাকার খালের ওপর নির্মিত ৪০ মিটার দীর্ঘ সেতুর সংযোগ সড়কের কিছু অংশ ধসে পড়েছে বলে শুনেছি। পুরো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংযোগ সড়ক মেরামত না হলে মূল সেতুও ঝুঁকির মুখে পড়তে পারে।