কক্সবাজারের রামুতে বিশেষ অভিযানে দুই নারীর কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ জুলাই) রাতে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের মরিচ্চ্যা তল্লাশিচৌকিতে যৌথ বাহিনীর সদস্যরা এ মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবির তথ্য মতে, আটক নারীরা বোরকার নিচে থাকা পোশাকের ভাঁজে এসব ইয়াবা লুকিয়ে রেখেছিলেন। তারা এসব ইয়াবা কক্সবাজার শহরে পাচার করতে চেয়েছিল।
আটককৃতরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুলাতলী এলাকার মোকতার আহমদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯) এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা নূর আলমের স্ত্রী দিলবার খাতুন (৩২)।
বিজিবি সূত্র জানায়, মাদকের একটি চালান আসছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রামু-৩০ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল মরিচ্চ্যা তল্লাশিচৌকিতে অবস্থান নেয়। রাত সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়। দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও শুরুতে কিছুই স্বীকার করেননি তারা, পরবর্তীতে তল্লাশির সময় বোরকার নিচে গোঁজা পোশাকের ভাঁজ থেকে প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত নারীদের রামু থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, বিজিবি এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ৯ লাখ ৯৫ হাজার ৫৫৩ পিস ইয়াবা জব্দ করেছে, যার বাজারমূল্য প্রায় ৩৯ কোটি ২৯ লাখ টাকা। অভিযানে মোট ২১৩ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ১৩৭ জন বাংলাদেশি পুরুষ, ২৭ জন রোহিঙ্গা পুরুষ এবং ২৪ জন বাংলাদেশি নারী ও ২৫ জন রোহিঙ্গা নারী রয়েছেন।